জানা গেছে,শনিবার সকালে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দেওয়ান মাসুদুর রহমানের পুকুরের পানির উপরে শুকনা জায়গায় একজন বৃৃৃদ্ধার লাশ উপুড় হয়ে পড়ে থাকতে দেখতে পায় এলাকাবাসী।
প্রায় ৬০ বছর বয়সী ওই বৃদ্ধার পড়নে ছিল মিষ্টি রংয়ের (লাল) সালোয়ার ও কামিজ এবং হলুদ রংয়ের ওড়না। লাশের পার্শে পাউরুটি ও কিছু টাকা পড়ে ছিল।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কয়েক দিন ধেকে ওই বৃদ্ধা ধামইরহাট বাজারে ঘোরাফেরা করছিল। অনেকে তাকে পাগলি বলে বিভিন্ন ধরণের খাবার দিত।
পুলিশ ও এলাকাবাসী ধারণা করছেন পুকুরে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে সে পড়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয়।
এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া ওই বৃদ্ধার সঠিক পরিচয় জানার জন্য তার ছবি ও তার বার্তা দেশের সকল থানায় পাঠানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন