নওগাঁয় ৩শ জন পেলেন খাদ্য সহয়তা

নওগাঁয় ৩শ জন পেলেন খাদ্য সহয়তা
তৌফিক আহম্মেদ (তাপস), নওগাঁ : প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নওগাঁয় খাদ্য সহয়তা বিতরন করা হয়েছে। 

সোমবার (০৩ মে) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাস ও লকডাউনে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের ৩০০ মানুষের মাঝে এসব খাদ্য সহয়তা বিতরন করা হয়।

 প্রধান অতিথি হিসাবে ত্রান সহয়তা বিতরন করেন জেলা প্রশাসক মো: হারুন-অর রশিদ। 

এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইব্রাহিম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।


ত্রান সহয়তা শেষে জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ বলেন-করোনা প্রতিরোধে লকডাউন চলাকালে কর্মহীন হয়ে পড়া কোন অসহায় মানুষ যাতে অভুক্ত না থাকে, তা দেখাশোনা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বলেছেন।

 “এরই ধারাবাহিকতায় সমাজের অস্বচ্ছল মানুষের হাতে সরকার প্রদত্ত উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। কোন হতদরিদ্র পরিবার যাতে সরকারি সহযোগিতা থেকে বাদ না যায়, তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে”।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget