তৌফিক আহম্মেদ (তাপস) নওগাঁ : নওগাঁ সদরের হাঁসায়গাড়ী বিলের উঠান থেকে অরুণ সাহানা (৫০) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার(০২ মে) সকালে সদর উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের ওই বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অরুণ সাহানা একই এলাকার নামাহাতাশ গ্রামের মৃত উপচান সাহানার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অরুণ সাহানা গ্রামের পাশেই হাঁসায়গাড়ী বিলের মধ্যে মাঠে উঠান তৈরী করে প্রতি বছরের মতো ধান মাড়াই করে। গতকাল শনিবার অরুণের ধানের কাটা-মাড়াই হয়েছে। রাতে বাড়িতে খাবার শেষে ধান পাহাড়া দেওয়ার জন্যে আসেন। আজ সকালে তার গলা কাটা মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে সংবাদ দেন।
নওগাঁ সদর মডেল থানা ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে তিনি হত্যাকান্ডের শিকার হয়েছেন তার সঠিক কারণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন