সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁর বরেন্দ্র এলাকার বাগান থেকে আম নামানোর প্রস্তুতি নিচ্ছেন বাগান মালিকরা। মে মাসের ২০ তারিখ গুটি ও ২৭ মে গোপালভোগ জাতের আম নামানোর ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। কৃষি বিভাগ বলছে, অনুকূল আবহাওয়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আম উৎপাদন হবে এ জেলায়।সবুজ সতেজ আমগুলোতে যেন দুলছে কৃষকের স্বপ্ন। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এসব গাছের নিবিড় পরিচর্যার পর এখন আম নামানোর অপেক্ষায় বাগান মালিক ও ব্যবসায়ীরা। এবার কিছুটা প্রাকৃতিক বালাই কম, তাই ভালো ফলন আশা করছেন বাগান মালিকরা।চলতি মাসের ২০ থেকে গুটি এবং ২৭ মে থেকে গোপাল ভোগ আম বাণিজ্যিকভাবে বাজারজাত করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। তাই শেষ সময়ে আমের যতœ নিতে ব্যস্ত বাগান মালিকরা।অতি মুনাফার আশায় আমে কেমিকলে মেশানো রোধ এবং সময়ের আগে আম বাজারজাত করতে না পারে সে জন্য বাগান তদারকি করা হচ্ছে বলে জানান নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সামসুল ওয়াদুদ।জেলায় এবার ২৫ হাজার ৮৫০ হেক্টর জমির বাগান থেকে ২২ জাতের ৩ লাখ ৭৫ হাজার মেট্রিক টন আম উৎপাদনের আশা কৃষি বিভাগের।
একটি মন্তব্য পোস্ট করুন