ময়মনসিংহ সেনানিবাসে দরিদ্র ও অসহায়দের মাঝে খাদ‍্য সামগ্রী বিতরণ।

ময়মনসিংহ সেনানিবাসে দরিদ্র ও অসহায়দের মাঝে খাদ‍্য সামগ্রী বিতরণ।


তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ সেনানিবাসে দরিদ্র অসহায় ও কর্মহীনদের মাঝে আজ রোববার সকাল দশটার দিকে আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমানের উপস্থিতিতে মোমেনশাহী সেনানিবাসের ৩নং গেইটে ২শ,পরিবারের মাঝে শুকনো খাবার( চাল, ডাল, তেল, পেঁয়াজ) এর পাশাপাশি সেমাই ও চিনি বিতরণ করা হয়।

 

 ইতোমধ্যে আর্টডক এর অধীনস্থ প্রতিষ্ঠঅনসমূহ বাংলাদেশে করোনা সংক্রমণের পর থেকে বারশত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করছে। 

আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশক্রমে ময়মনসিংহ সেনানিবাসের পার্শ্ববর্তী গন্দ্রপা এলাকার ৪শত ৫০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতের সময় শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণজেনারেল অফিসার কমান্ডিং(জিওসি) আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান জানান, ঈদ-উল-ফিতরের উপহার সামগ্রী বিতরণকালে দরিদ্র জনগোষ্ঠী ও অসহায় মানুষের সেবায় ভবিষ্যতেও সাধ্যনুযায়ী আর্টডক কর্তৃক এই মানবিক সহায়তা অব‍্যাহত-থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget