নিজস্ব প্রতিবেদক: সরকারি নির্দেশনা না মেনে জনসমাগম করায় করোনার দ্বিতীয় ঢেউ বাংলাদেশে আঘাত হেনেছে বলে মন্তব্য করেছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (৬ মে) কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় করণীয় এবং অক্সিজেন সংকট উত্তরণের উপায় শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন।
তিনি বলেন, ‘আমি খবর নিয়ে দেখেছি, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রায় ২৫ লাখ মানুষ কক্সবাজারে ঘুরে বেড়িয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে প্রচুর বিয়ে ও সামাজিক অনুষ্ঠান হয়েছে। এছাড়া হেফাজতে ইসলামের মিছিল মিটিং, ওয়াজ মাহাফিলে প্রচুর মানুষের সমাগম হয়েছে। এর ফলে আবার দ্রুত করোনা ছড়িয়েছে।’
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা এই চার বিভাগে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মোট সংক্রমণের মধ্যে ৬০ শতাংশ ঢাকায়, ১৫ থেকে ২০ শতাংশ চট্টগ্রামে, ৫ শতাংশ রাজশাহীতে আর খুলনায় ৬ শতাংশ করোনা সংক্রমণ হয়েছে। এই চার বিভাগে ৮৮ থেকে ৯০ শতাংশ সংক্রমণ হয়েছে। আর মোট মৃত্যুর ১১ হাজারের মধ্যে ১০ হাজারই এই চার বিভাগে হয়েছে। এর মধ্যে ঢাকায় ৭ হাজার ও চট্টগ্রামে ২ হাজার রোগী করোনায় মারা গেছে।’
তিনি বলেন, ‘এবার করোনা সংক্রমণ ঠেকাতে আন্তঃজেলা বাস বন্ধ করে রাখা হয়েছে। এছাড়া ট্রেন, লঞ্চও বন্ধ রাখা হয়েছে। যেকোনো সামাজিক অনুষ্ঠান আপাতত নিরুৎসাহিত করা হচ্ছে। আমরা রেস্ট্রুরেন্টে বসে খাওয়া বন্ধ করেছি। আশা করছি সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলে, তাহলে দ্রুতই আমাদের করোনা পরিস্থিতির উন্নতি হবে।’
একটি মন্তব্য পোস্ট করুন