সালমান ফার্সী সজল ,নওগাঁ : নওগাঁয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২২ তম জন্মবার্ষিকী সংগীত ও কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে পালন করা হয়েছে। গত শুক্রবার (২৮ মে) রাতে সংগীত নিকেতন নওগাঁর আয়োজনে শহরের কালিতলা বীণাপানি মোড় বিদ্যালয়ে সীমিত আকারে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিক্ষার্থী জামিনুর রহমান, পৌলমী মজুমদার, প্রাচুর্য গোস্বামী, প্লাবণ গোস্বামী, পূর্ণতা সাহা, চৈতী মজুমদার, অন্ন রানী সাহা ও স্বর্গ কুন্ড। কবির "মানুষ" কবিতা আবৃত্তি করেন খাদেমুল ইসলাম। তবলায় পরশ ও প্লাবন। বাঁশী শুভ্র, মন্দিরায় স্বর্গ। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন অখিল সরকার।
একটি মন্তব্য পোস্ট করুন