সালমান ফার্সী (সজল) নওগাঁ : পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক (সাংবাদিক) রোজিনা ইসলামকে শারীরিক ভাবে নির্যাতনকারী স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম এবং স্বাস্থ্য খাতে লুটপাটকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্তে রোজিনার মুক্তির দাবিতে নওগাঁয় সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মে) সকাল ১০ টায় মুক্তির মোড়ে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়েছে। টলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদেকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এম আর রকি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, বাসদের নওগাঁ সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, অর্থ সম্পাদক তন্ময় ভৌমিক।
সকাল ১১ টায় মুক্তির মোড়ে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়েছে। সুজন-সুশাসনের জন্য নাগরিক এর সভাপতি মো: মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল ও অদিবাসী জননেতা জয়নাল আবেদিন।
এবং দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাব কার্যালয়ের সামনে জেলা প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনি। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, সিনিয়র সাংবাদিক নবির উদ্দিন, কায়েস উদ্দিন প্রমূখ।
একটি মন্তব্য পোস্ট করুন