সালমান ফার্সী (সজল) নওগাঁ : ভার্চুয়ালী যুক্ত হয়ে সারা দেশের সাথে নওগাঁতেও বোরো মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী এর উদ্বোধন করেন। এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ জেলাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা যুক্ত হয়।
ধান সংগ্রহ উপলক্ষ্যে নওগাঁ সদর খাদ্য গুদামে জেলা প্রশাসক হারুন-অর-রশিদের সভাপতিত্ব পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান, রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুখ পাটোয়ারী, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শামসুল ওয়াদুদ, জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদ ফরহাদ হোসেন চকদার উপস্থিত ছিলেন।
সরকার চলতি বোরো মৌসুমে নওগাঁ থেকে ২৫ হাজার ৬শ’ ৯৭ মেট্রিক টন ধান সংগ্রহের করা হবে। সারাদেশে চলতি বোরো মৌসুমে ৩৭ টাকা কেজি দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, আর ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ৭ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে। ধান ও চাল সংগ্রহ শেষ হবে ৩১ আগস্ট।
একটি মন্তব্য পোস্ট করুন