ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত।

ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত।

তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের চরহোসেনপুর এলাকায় ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

এব‍্যাপারে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের চরহোসেনপুর এলাকায় ময়মনসিংহ -কিশোরগঞ্জ সড়কে দুই মোটরসাইকেল আরোহীকে অজ্ঞাত একটি গাড়ী ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহীরা পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। খবর পেয়ে এলাকার লোকজন ঘঠনাস্থলে এসে জাকিরুল (১৫) কে ও সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা শাকিল (২৬) কে গুরুতর আহত অবস্তায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে উন্নতর চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শাকিল মারা যান।

 জাকিরুলের অবস্থার আরও অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু হয়। নিহত শাকিল বড়হিত ইউনিয়নের পোড়াহাতা গ্রামের নজরুল ইসলামের ছেলে ও  নিহত জাকিরুল জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রামের আবুর কাশেমের ছেলে। সংবাদটি এলাকাবাসীর কাছে পৌছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget