তৌফিক আহম্মেদ (তাপস) নওগাঁ : নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় আরও ৩৭ ব্যক্তির শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
নওগাঁ’র সিভিল সার্জন অফিসের কন্ট্রোলরুমের বরাত দিয়ে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর মোরশেদ জানিয়েছেন গত শনিবার সন্ধ্যা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় নতুন করে ৩৭ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ২৪ জন, রানীনগর উপজেলায় ১ জন, আত্রাই উপজেলায় ২ জন, মহাদেবপুর উপজেলায় ২ জন, বদলগাছি উপজেলায় ১ জন, ধামইরহাট উপজেলায় ৬ জন এবং নিয়ামতপুর উপজেলায় ১ জন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮শ ৭৭ জন। এই ২৪ ঘন্টায় কোভিড-১৯ থেকে সুস্থ্য হয়েছেন ১৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হওয়া ব্যক্তির সংখ্যা ১ হাজার ৬শ ৪১ জন। গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ৮১ জনকে।
এ পর্যন্ত জেলায় সর্বমোট হোম কোয়ারেনটাইনে নেয়া হয় ২০ হাজার ১শ ৯৯ জনকে এবং এ পর্যন্ত এদের মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ১৯ হাজার ৩শ ৬৪ জনকে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ৬৩৫ জন।
একটি মন্তব্য পোস্ট করুন