পাকা বোরোধান কেটে কৃষকের ঘরে তুলে দিলেন নওগাঁ জেলা যুবলীগ

পাকা বোরোধান কেটে কৃষকের ঘরে তুলে দিলেন নওগাঁ জেলা  যুবলীগ
 

তৌফিক আহম্মেদ (তাপস), নওগাঁ : নওগাঁয় কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়েছেন জেলা যুবলীগের নেতাকর্মীরা।

শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়নের আনন্দবাজার সড়কের পাশে ধান কাটা হয়।


এতে নেতৃত্ব দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়। ধান কাটা-মাড়াইয়ে প্রায় ২৫ জন যুবলীগের নেতাকর্মী অংশ নেয়।


জানা গেছে, ওই এলাকার কৃষক নজরুল ইসলামের এক বিঘা জমিতে বোরো ধান কাটা মাড়াইয়ের সময় হয়েছে। শ্রমিকদের মজুরি দেয়ার মতো সামর্থ্য নেই তার। পরে তিনি যুবলীগের সঙ্গে যোগাযোগ করলে ধান কাটা ও মাড়াইয়ের জন্য আশ্বস্ত করা হয় তাকে। শনিবার সকালে বিমান কুমার রায় প্রায় ২৫ জন যুবলীগের নেতাকর্মীদের নিয়ে কৃষক নজরুল ইসলামের জমিতে হাজির হন। দুপুর পর্যন্ত ধান কেটে পরে কৃষকের বাড়িতে নিয়ে গিয়ে মাড়াই করে দেন।


এ বিষয়ে কৃষক নজরুল ইসলাম বলেন, জমির ধান পেকে গেছে। গত কয়েকদিন থেকে আবহাওয়াও খারাপ যাচ্ছে। ঝড় বৃষ্টির ভয় করছিলাম। বৃষ্টি শুরু হলে ধানের ক্ষতি হয়ে বিপাকে পড়তে হবে। বর্তমান বাজরে শ্রমিকদের মজুরিও বেশি। পরে যুবলীগের নেতাকর্মীরা কোন মজুরি ছাড়াই ক্ষেত থেকে ধান বাড়িতে পৌঁছে দিয়ে মাড়াই করে দিয়েছেন।


নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, কৃষকরা কষ্ট করে তাদের সোনার ফসল ফলান। আর সেই ফসল যদি প্রাকৃতিক কোনো কারণে নষ্ট হয়ে যায় তার কষ্টের অন্ত থাকে না। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে কৃষকদের সুবিধার জন্য ধান কেটে দিয়েছি।


তিনি আরও বলেন, শ্রমিক সংকট থাকায় অনেক কৃষক তাদের পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় আছেন। যদি কোনো কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে না পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদেরকে আমরা যুবলীগের পক্ষ থেকে সহযোগিতা করবো

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget