নওগাঁয় ছেলে-পুত্রবধূর হাতে মা খুন, ছেলে-পুত্রবধূ আটক

নওগাঁয় ছেলে-পুত্রবধূর হাতে মা খুন, ছেলে-পুত্রবধূ আটক
 

তৌফিক আহম্মেদ (তাপস) নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে বৃদ্ধাকে হত্যার অভিযোগে তার ছেলে পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দীঘা পুর্ব পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত এই নারী আত্রাই উপজেলার দীঘা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।তার বয়স ৬৫ বছর

আটকৃত দুজন হলেন ওই বৃদ্ধার ছেলে জাহিদ হোসেন (৪৫) তার স্ত্রী রহিমা খাতুন (৩৫)

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আত্রাই থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, জাহিদ হোসেন তার স্ত্রী রহিমার সঙ্গে সকাল ৯টার দিকে পারিবারিক বিষয়ে কথাকাটাকাটি হচ্ছিল ওই বৃদ্ধার।

তর্কবির্তকের এক পর্যায়ে ছেলে তার স্ত্রী মসলা বাটার পাথর দিয়ে বৃদ্ধাকে মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। নাক মুখ দিয়ে প্রচুর রক্ত বের হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওসি আরও জানান, উপস্থিত স্থানীয়রা ছেলে তার স্ত্রীকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে এবং ছেলে স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি আবুল কালাম আজাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget