নওগাঁর মান্দায় মসজিদের মাইকের এমপ্লিফায়ার চুরির অভিযোগে এক চোর আটক

নওগাঁর মান্দায় মসজিদের মাইকের এমপ্লিফায়ার চুরির অভিযোগে এক চোর আটক

তৌফিক আহম্মেদ (তাপস) নওগাঁ : নওগাঁর মান্দায় মসজিদের মাইকের এমপ্লি­ফায়ার চুরির অভিযোগে রুবেল হোসেন (৩৫) নামে এক চোরকে আটক করেছে থানা পুলিশ।

 এ যন্ত্রের দাম প্রায় ২২ হাজার টাকা। উপজেলার কশব ইউপি'র পাঁজরভাঙ্গা হাট জামে মসজিদে মঙ্গলবার সন্ধা ৬ টার সময় ঘটনাটি ঘটে। 

আটক রুবেল হোসেন উপজেলার গনেশপুর ইউনিয়নের দক্ষিণ পারইল গ্রামের আজিজুর রহমানের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 মান্দা থানার পরিদর্শক (ওসি) শাহিনুর রহমান জানান, ঘটনার দিন পাঁজর ভাঙ্গা হাট জামে মসজিদের একটি এমপ্লি­ফায়ার চুরি করে পালিয়ে যাবার সময় জোতবাজার এলাকায় এলে স্থানীয়দের মধ্যে সন্দেহ হলে তাকে আটক করে রাখে।

 পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই এমপ্লি­ফায়ার (মাইকের যন্ত্রাংশ) সহ তাকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।



একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget