সালমান ফার্সী (সজল) নওগাঁ : শ্রমিক সংকট ও অর্থ সংকটের কারনে ১ বিঘা জমির পাকা ধান কাটতে পারছিলেন না নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের হারীয়গাছি গ্রামের মুক্তিযোদ্ধার ছেলে কৃষক বেলাল হোসেন। ক্ষেতেই ধান নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় চিন্তাই ছিলেন জমির কৃষক।
কৃষকের এমন চিন্তার সংবাদ পেয়ে নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল, ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে সেখানে ছুটে যান। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা ও উপজেলা ছাত্রলীগের প্রায় ৩০-৩৫ জন নেতাকর্মী নিয়ে চিন্তায় থাকা কৃষক বেলাল হোসেনের ১ বিঘা জমির ধান কেটে মাড়াই করেদেন নেতাকর্মীরা । এতে কৃষক বেলাল হোসেন তার জমির পাকা ধান নষ্ট হওয়া থেকে রক্ষা পান এবং জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
একটি মন্তব্য পোস্ট করুন