বোর ধান পরিস্কার করতে গিয়ে ফুলবাড়িয়ায় বিদ্যুৎ-স্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু


তাপস কর, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ায় বোর ধান পরিস্কার করতে গিয়ে বিদ‍্যুৎ-স্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ফুলবাড়িয়া উপজেলার ইচাইল ফকিরপাড়া গ্রামে বোরো ধান পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার রাতে বাড়ির উঠানে ধান মাড়াই শেষে বৈদ্যুতিক ফ্যানের বাতাস দিয়ে ধান পরিষ্কার করছিলেন স্বামী-স্ত্রী দুজন মিলে। এসময় বিদ্যুতের তারে  স্ত্রী নাসিমা খাতুন (৩৬) বিদ্যুৎস্পৃষ্ট হয়।
স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী নূর হোসেন (৪০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নূর হোসেন ইচাইল গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে।
স্থানীয় আবুল হোসেন জানান, ইফতারের সময় তাড়াহুড়ো করে ধানের কাজ শেষ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী মারা যায়।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহা. আজিজুর রহমান জানান,বোর ধান পরিষ্কার করত গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে স্বামীসহ দুজনের মৃত্যু হয়। এই সংবাদে গ্রামবাসি ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।



একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget