ময়মনসিংহ : ময়মনসিংহ কৃষ্টপুর দিল রওশন জামে মসজিদের পিছনে ছেলের হাতে বাবা খুন। আনুমানিক রাত ১টা সময় ঘটনা ঘটেছে। খুন হওয়া ব্যাক্তির নাম দুলু(৪৫)।
জানাযায়, ময়মনসিংহ কৃষ্টপুর জামে মসজিদের পিছনে দীর্ঘদিন যাতব তারা বসবাস করছে। দুলু মিয়া ভাঙ্গারীর ব্যাবসা করতো। তার স্ত্রী গার্মেস চাকরি করতো। সারাদিন কাজ শেষ করে রাতে বাসায় আসতো। রাতে বাসায় আসার পর থেকে স্বামী দুলু মিয়া নেশার টাকার জন্য ঝগড়া করে তার স্ত্রী'কে মারধর করতো। মারধর করার সময় ছেলে জয় ফিরাতে গেলে তাকেও তার বাবা মারধর করতো। এক সময় ছেলে মনে জিদ বাধে। এই রাগ- জিদ থেকে তার বাবা'কে নিজ ঘড়ে থাকা কাচ দিয়ে হত্যা করে।
এঘটনা পর থেকে কোতোয়ালী মডেল থানা ওসি ফিরোজ তালুকদার ও তদন্ত ফারুক আহম্মেদ আসামী গ্রেফতারে চিরুনী অভিযান করে আসামী গ্রেফতার করে।
একটি মন্তব্য পোস্ট করুন