সালমান ফার্সী (সজল): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় শতবল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (০৫ মার্চ) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলায় জেলা ও প্রাথমিক শিক্ষা বিভাগ দলকে ১০১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জেলা প্রশাসন ক্রিকেট দল। এর আগে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে জেলা প্রশাসন দল। পরে ব্যাট করে ১০ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করে জেলা ও প্রাথমিক শিক্ষা বিভাগ দল।
এসময় প্রধান অতিথি হিসাবে বিজয়ী ও বিজতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
জেলা প্রশাসক হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নিজাম উদ্দিন জলিল জন, আনোয়ার হোসেন হেলাল, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য গত ১৯ ফেব্রুয়ারি শত বলের এ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে নওগাঁর সরকারি দপ্তরের ৮টি দল অংশগ্রহণ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন