নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ
নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ আহত প্রায় ২০/২৫ জন বিএনপি নেতাকর্মী।
পুলিশের গুলিতে হেফাজত কর্মীদের নিহতের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৩০মার্চ) দুপুর ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। শহরের কেডির মোড় এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এবং দোকান পাট ভাংচুর করে। এ ঘটনায় ৬/৭জন পুলিশসহ বিএনপির প্রায় ২০/২৫জন নেতাকর্মীরা আহত হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন