সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর, নওগাঁ : নওগাঁর রাণীনগর উপজেলার ভাইকৈ বাজারে একটি ছ’মিলের করাতে ধার দেয়ার সময় সান ভেঙ্গে পেটে ঢুকে শিপন শেখ (৩৫) নামে এক যুবকের মুত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন মিল মালিক শফিকুল ইসলাম (৪৫)। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে উপজেলার ভাটকৈ বাজারে শফিকুলের ছ’মিলে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিপন শেখ উপজেলার মালশন বলিদাগাছী গ্রামের সুলতান শেখের ছেলে এবং আহত মিল মালিক ভাটকৈ বাজরের কফিল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শিপন কাঠ কেটে নেয়ার জন্য কিছু কাঠ নিয়ে ভাটকৈ বাজারে শফিকুলের ছ’মিলে আসে। এসময় মিলের মিস্ত্রি মেশিন চালু করে সান দিয়ে করাতে ধার দিচ্ছিলেন। হঠাৎ করেই ধার দেয়ার সান ভেঙ্গে ছিটকে এসে স্ব-জোরে আঘাত লেগে শিপনের পেটে ঢুকে যায়। একই সময় মিল মালিকের হাতের কব্জায় লেগে গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে শিপন মারা যায়। এছাড়া আহত শফিকুলকে নওগাঁ একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিহত শিপন শেখ উপজেলার মালশন বলিদাগাছী গ্রামের সুলতান শেখের ছেলে এবং আহত মিল মালিক ভাটকৈ বাজরের কফিল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শিপন কাঠ কেটে নেয়ার জন্য কিছু কাঠ নিয়ে ভাটকৈ বাজারে শফিকুলের ছ’মিলে আসে। এসময় মিলের মিস্ত্রি মেশিন চালু করে সান দিয়ে করাতে ধার দিচ্ছিলেন। হঠাৎ করেই ধার দেয়ার সান ভেঙ্গে ছিটকে এসে স্ব-জোরে আঘাত লেগে শিপনের পেটে ঢুকে যায়। একই সময় মিল মালিকের হাতের কব্জায় লেগে গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে শিপন মারা যায়। এছাড়া আহত শফিকুলকে নওগাঁ একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন