নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নানা আয়োজনের মধ্যে দিয়ে যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবপালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ চেয়্যারম্যানের কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারমান আলহাজ্ব রফিকুল ইসলাম।
জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগান্তরের নওগাঁ জেলা প্রতিনিধি আব্বাস আলী।বিশেষ অতিথি ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি বেলাল হোসেন, বিজয় টেলিভিশনের প্রতিনিধি মোফাজ্জল হোসেন, এটিএন বাংলা প্রতিনিধি এএসএম রায়হান আলম, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, যুগ্ম সম্পাদক রিফাত হোসেন সবুজ আশরাফুল নয়ন। পরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন