সালমান ফার্সী (সজল): ফুলের ভালো ফলন ও বাজারদর পাওয়ায় নওগাঁয় ফুল চাষে ঝুঁকেছেন চাষিরা। আর বাগান থেকেই ফুল কিনে নিয়ে যাচ্ছেন পাইকাররা। এতে করোনার মন্দাভাব কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছেন চাষিরা। তবে বাণিজ্যিকভাবে ফুল চাষাবাদে কৃষি প্রণোদনার সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি চাষিদের।
বিস্তৃত মাঠে বাতাসে দোল খাওয়া হলুদ গাঁদা ফুলগুলো দৃষ্টিনন্দন শোভা ছড়াচ্ছে। এ যেন সবুজের বুকজুড়ে রঙের ছড়াছড়ি। দূর থেকে তা দেখে মনে হবে যেন নকশিকাঁথার মাঠ। বসন্তবরণ, ভালোবাসা দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের চাহিদা বেশি থাকে। এ চাহিদা ঘিরেই ফুল চাষাবাদে নামে চাষিরা। ফুলের সৌন্দর্যের শোভায় মুগ্ধ এলাকাবাসী।
বাণিজ্যিকভাবে উৎপাদিত বাগান থেকে সকালে ফুল তুলে তা বাজারজাত করতে ব্যস্ত নারী ও পুরুষ। ফুল চাষাবাদে সহজ শর্তে সরকারি সহায়তার দাবি চাষিদের।
দৃষ্টিনন্দন ফুলের সুবাস নিতে সকাল-বিকেল ভিড় করেন তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষ। অনুপম এ দৃশ্য ধরে রাখতে ক্যামেরা ফ্রেমে আটকাতে ব্যস্ত অনেকেই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, চলতি অর্থবছরে জেলার ১১ উপজেলায় ৭০০ হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন