নওগাঁয় ডিবির অভিযানে একটি শাটার গান ও ৭০ পিচ এ্যাম্পুলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁয় ডিবির অভিযানে একটি শাটার গান ও ৭০ পিচ এ্যাম্পুলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সালমান ফার্সী (সজল): নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে একটি ওয়ান শাটার গান ও ৭০ পিচ এ্যাম্পুলসহ নাসির আহম্মেদ স্বপন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ১০টার দিকে নওগাঁ শহরের চকপ্রান এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নাসির আহম্মেদ স্বপন শহরের চকপ্রান এলাকার মৃত:নরুল ইসলামের ছেলে বলে জানা গেছে। ডিবির ওসি কে এম শামসুদ্দিন জানান, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নন মিয়া বিপিএম স্যারের দিক নির্দেশনায় সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের চকপ্রান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শাটার গান ও ৭০ পিচ এ্যাম্পুল উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা করে আসছিলো। এ ব্যাপারে তার বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget