সালমান ফার্সী, (সজল) নওগাঁ : মুজিব বর্ষে কোভিট-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে “খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে ভিডিও কনফারেন্সে নিরাপদ খাদ্যের বিভিন্ন দিক তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সরকারের খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি। বিষেশ অতিথি হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: আব্দুল কাইয়ুম সরকার।
এসময় উক্ত অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: রুহুল আমিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমরা দেবনাথ, ওসি তারেকুর রহমান সরকার, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন হোটেল মালিক, কর্মচারী ও খামারীগন সহ অসংখ্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য শোনেন।
একটি মন্তব্য পোস্ট করুন