সালমান ফার্সী(সজল), নওগাঁ : নওগাঁয় রোটার্যাক্ট ক্লাব অব ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উদ্যেগে প্রায় শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত¦রে রোটার্যাক্ট ক্লাব অব ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আয়োজনে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অল রশিদ। এসময় রোটার্যাক্ট ক্লাব অব ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সভাপতি মনিরা শারমিন তৃষা, সদস্য ফারজানা আখি, সাংবাদিক মাহমুদুন নবী বেলাল, এমদাদুল হক, আব্দুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় প্রায় শতাধিক অসহায় শীতার্ত নারী ও পুরুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন