নওগাঁয় ডিবির অভিযানে ফেনসিডিল ও দেশীয় অস্ত্রসহ মাদককারবারি আটক-৪

নওগাঁয় ডিবির অভিযানে ফেনসিডিল ও দেশীয় অস্ত্রসহ মাদককারবারি আটক-৪

আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর পত্নীতলা ও ধামইরহাটে পৃথক পৃথক অভিযান চালিয়ে ২৭৫ বোতল ফেনসিডিল ও দেশীয় অস্ত্রসহ ৪জন মাদককারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে(০২ জানুয়ারি) দিবাগত রাত্রীতে পত্নীতলা উপজেলার গগনপুর মাবুদিয়াপাড়া থেকে ২০ বোতল ফেনসিডিলসহ জানগ্রাম চেয়ারম্যানপাড়ার মোঃ আবু জাফরের ছেলে মোঃ আবু সাইদ(২০) কে এবং একই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ আনোয়ার হোসেন(২৫) কে আটক করা হয়েছে।

অপরদিকে মধ্য রাত্রীতে ধামুইরহাট উপজেলার কুলফতপুর (হঠাৎপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ২৪০ বোতল ফেনসিডিলসহ কৈগ্রাম এলাকার মোঃ জিল্লুর রহমানের ছেলে মোঃ মন্জিল হোসেন(৩০) কে আটক করা হয়েছে। এসময় মন্জিলের কাছ থেকে একটি বড় হাসুয়া, একটি দেশীয় তৈরি কুড়াল, একটি লোহার পাইপ, একটি হাসুয়া, একটি দা, একটি চাপাতি এবং একটি টর্চ লাইট উদ্ধার করা হয়।

একই দিন পত্নীতলা উপজেলার চকমলি ডাঙ্গাপাড়া এলাকা থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক কারবারি মোঃ নাছির উদ্দিন (৩৫) কে আটক করা হয়েছে। সে ঐ এলাকার মোঃ গিয়াস উদ্দিনের ছেলে।

ওসি ডিবি কে এম শামসুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় একদল চৌকস ডিবি পুলিশ দ্বাড়া পৃথক পৃথক  অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে ও তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
 

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget