রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠিতে ইয়াবা ও ফেনসিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে।
ঝালকাঠি
শহরের পালবাড়ি এলাকা থেকে ৫০০পিস ইয়াবা, ২২ বোতল ফেন্সিডিল ও নগদ ১৫ হাজার
টাকাসহ তুহিন হাওলাদার (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার সন্ধ্যায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার
করা হয়।
আটক তুহিন হাওলাদার পালবাড়ি এলাকার মৃত আদম আলী হাওলাদারের ছেলে।
ঝালকাঠি
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার খান এ
প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি পৌরসভার পালবাড়ি এলাকায়
তুহিনের বাসায় তল্লাশী চালায় ডিবির অফিসার ইনচার্জ ইকবাল বাহার খানের
নির্দশনায় উপ পরিদর্শক মো. মাইনউদ্দিনরে নেতৃত্বে চৌকস গোয়েন্দা পুলিশের
একটি টিম। এ সময় তুহিন হাওলাদারের বাসা থেকে ৫০০ পিস ইয়াবা, ২২ বোতল
ফেন্সিডিল ও নগদ ১৫ হাজার টাকা উদ্ধার এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে জানান
ডিবি কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন।
ঝালকাঠি থানায় তুহিন হাওলাদারের নামে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রয়েছে বলে একটি সূত্র জানায়।
একটি মন্তব্য পোস্ট করুন