নির্বাচন কমিশনার কবিতা খানম
সালমান ফার্সী, (সজল) নওগাঁ : নওগাঁ ও ধামইরহাট পৌরসভা নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেগম কবিতা খানম বলেন, নওগাঁর পৌর সভায় সুষ্ঠ ও গ্রহণ যোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে নির্বাচন বিভাগ আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আশা ব্যক্ত করেন, আগামী ৩০ জানুয়ারি নওগাঁ ও ধামইরহাট পৌরসভা নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হবে।
এর আগে আইনশৃঙ্খলা বিষয়ক সভায়, আগে দুটি পৌরসভার মেয়র পদে ৮ প্রার্থীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিঞা বিপিএম, বিভাগীয় নির্বাচন আঞ্চলিক কর্মকর্তা আব্দুল কুদ্দুস, বিজিবি, র্যাব, নির্বাচন অফিসের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন