সালমান ফার্সী, (সজল) নওগাঁ : নওগাঁর শহরের সুলতানপুুরে জমি চাষের সময় পাওয়ার টিলারের চাপায় টিলার চালকের মৃত্যু হয়েছে। বৃস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে নওগাঁ শহরের সুলতানপুর এলাকার লস্করপুর মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষের সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত টিলার চালক সদর উপজেলার একই এলাকার মৃত মকলেসুর রহমানের ছেলে বকুল সরদার (২২) বলে জানা গেছে।
একটি মন্তব্য পোস্ট করুন