নওগাঁ পৌর নির্বাচন আওয়ামী লীগের মেয়র প্রার্থী নির্মল কৃষ্ণ সাহার প্রচারণা


নওগাঁ পৌর নির্বাচন আওয়ামী লীগের মেয়র প্রার্থী নির্মল কৃষ্ণ সাহার প্রচারণা

সালমান ফার্সী, (সজল) নওগাঁ : নওগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা নির্বাচনী প্রচার-প্রচারণা করেছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় এই প্রচারণা পরিচলনা করেন। এ সময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আওয়ামী লীগ প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা বলেন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত জননেতা আব্দুল জলিলের ইচ্ছে ছিল আধুনিক পৌরসভা গড়ে তোলা। কিন্তু দীর্ঘ ১৭ বছর বিরোধী দল থেকে পৌর মেয়র নির্বাচিত হওয়ায় কোন উন্নয়ন হয়নি। তিনি মেয়র নির্বাচিত হলে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত জননেতা আব্দুল জলিলের ইচ্ছে বাস্তবায়নে কাজ করবেন।

আগামী ৩০ জানুয়ারী নওগাঁ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ছাড়াও বিএনপি’র নজমুল হক, জাতীয়পার্টির ইফতারুল ইসলাম বকুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আতিকুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী ইকবাল শাহরিয়ার রাসেল প্রতিদ্বিন্দ্বীতা করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget