সালমান ফার্সী, (সজল) : নওগাঁর রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ জানুয়ারি)সন্ধ্যায় উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকন্দ।
রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তন্ময় ভৌমিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি আখেরুজ্জামান উজ্জ্বল, আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমল কুমার প্রামানিক, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, কার্যকরী সদস্য আওরঙ্গজেব হোসেন রাব্বী, আব্দুর রহমান রাজু, ফরহাদ হোসেন ও রাণীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রতন আলী।
একটি মন্তব্য পোস্ট করুন