সালমান ফার্সী, (সজল) নওগাঁ : শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের বেতন, সেশন ফি পরিশোধ সাপেক্ষ্য পাঠ্য বই বিতরণের প্রতিবাদে ও বিনা শর্তে বিতরণের দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ জানুয়ারি) দুপুরে প্রগতিশীল ছাত্রজোট নওগাঁ জেলা শাখার উদ্যোগে শহরের মুক্তির মোড়ে এই কর্মসূচী পালন করা হয়।
নওগাঁ জেলা শাখার ছাত্র ইউনিয়নের সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ পৌর শাখা ছাত্র ফ্রন্টে সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পাপ্পু রবিদাস, ছাত্র ইউনিয়নের সদস্য সাকিবুল রাইয়ান ও সোনালী ইসলাম।
একটি মন্তব্য পোস্ট করুন