নওগাঁয় জেলা প্রশাসনের উদ্দ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরন

 

নওগাঁয় জেলা প্রশাসনের উদ্দ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরন
সালমান ফার্সী, (সজল) নওগাঁ : নওগাঁয় জেলা প্রশাসনের উদ্দ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় নওগাঁর কীর্ত্তিপুর ইউনিয়ন পরিষদে ১৫০জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গরীব-অসহায় ব্যক্তির মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হারুন-অর-রশিদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, কীর্ত্তিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোয়ার রহমান, ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

জেলা প্রশাসক হারুন-অর-রশিদ বলেন, শীতের শুরু থেকে আমরা বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করছি। বিশেষ করে ছিন্নমূল ও হত দরিদ্র কেউ যেন শীতের কষ্ট ভোগ না করে সেজন্য জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget