সালমান ফার্সী, (সজল) নওগাঁ : দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবার পূর্ণবাসন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে নওগাঁ জেলা প্রশাসন।ন বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হারুন- অর- রশিদ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রথম পর্যায়ে নওগাঁ জেলায় ১ হাজার ৫৬ টি পরিবারকে ঘর প্রদান করা হবে। এরমধ্যে অধিকাংশ গৃহনির্মাণের কাজ সমাপ্ত হয়েছে এবং সকল উপজেলায় কবুলিয়ত ও নামজারি সম্পূর্ণ হয়েছে।
আগামী ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এরপর এসব ঘর উপকার ভোগীদের মাঝে বুঝে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিনসহ জেলার সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোটালের সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন