সালমান ফার্সী, (সজল) নওগাঁ : নওগাঁয় ফ্ল্যাট থেকে রাতে চুরি হল সাংবাদিকের ল্যাপটপ। দৈনিক জাতীয় আলোকিত সকাল, দৈনিক তরুন কণ্ঠ ও The Daily Tribunal জাতীয় পত্রীকার জেলা প্রতিনিধি আবু রায়হান রাসেল এর ল্যাপটপ চুরি হয়েছে। রবিবার(২৭ ডিসেম্বর) রাতে অভিনব কায়দায় থাই জানালার লক খুলে এ চুরির ঘটনা ঘটে।
সাংবাদিক রাসেল ও তার পরিবার জানায়, আমার নিজ ঘরে ব্যাক্তিগত কাজ শেষে আমার ল্যাপটপ সোফায় রেখে দিয়ে আনুমানিক রাত ২টার দিকে ঘুমিয়ে যাই। এবং ঘুমানোর পর কে যেন আমার ল্যাপটপ থাই জানালার লক খুলে চুরি করে। ঘুম থেকে ওঠে দেখতে পাই আমার ল্যাপটপ নেই এবং থাই জানালা খোলা। তিনি আরো বলেন আমার বাড়ির আশপাশের কোনো একটি চক্র পূর্ব পরিকল্পিতভাবে এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।
নওগাঁ সদর থানার তদন্ত (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, আমরা সাংবাদিক মো: আবু রায়হান রাসেল এর ল্যাপটপ চুরি হওয়ার অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
সাংবাদিক রাসেল ও তার পরিবার জানায়, আমার নিজ ঘরে ব্যাক্তিগত কাজ শেষে আমার ল্যাপটপ সোফায় রেখে দিয়ে আনুমানিক রাত ২টার দিকে ঘুমিয়ে যাই। এবং ঘুমানোর পর কে যেন আমার ল্যাপটপ থাই জানালার লক খুলে চুরি করে। ঘুম থেকে ওঠে দেখতে পাই আমার ল্যাপটপ নেই এবং থাই জানালা খোলা। তিনি আরো বলেন আমার বাড়ির আশপাশের কোনো একটি চক্র পূর্ব পরিকল্পিতভাবে এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।
নওগাঁ সদর থানার তদন্ত (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, আমরা সাংবাদিক মো: আবু রায়হান রাসেল এর ল্যাপটপ চুরি হওয়ার অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন