সালমান ফার্সী, নওগাঁ : নওগাঁয় বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ৩৪ কেজি গাঁজা এবং ১০০০ পিস ইয়াবা জব্দ করেছে ১৬ বিজিবি ব্যাটালিয়ন। শনিবর(০৫ ডিসেম্বর) ভোর ৩টায় বিআইপি তথ্যের ভিত্তিতে করমুডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোফাজ্জল হোসেন এর নেতৃত্বে চন্দ্রাঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪কেজি গাঁজা এবং ১০০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য- ৪,১৯,০০০/- টাকা। অভিযান চলাকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীগণ রাতের অন্ধকারে পালিয়ে যায় । এ ব্যাপারে সাপাহার থানায় মামলা করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন