রিপোর্ট : ইমাম বিমান,ঝালকাঠি : ঝালকাঠি জেলার নলছিটি থানায় কর্মরত এক এএসআই সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার সংবাদ পাওয়া যায়। নলছিটি থানায় কর্মরত এএসআই এনায়েত হোসেন শনিবার (১৯ ডিসেম্বর) সকালে মটর সাইকেল চালিয়ে কর্মস্থল থেকে বাড়িতে যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
এ বিষয় নলছিটি থানার
ইন্সপেক্টর ( ওসি তদন্ত ) আবদুল হালিম তালুকদার জানান,
এএসআই
এনায়েত হোসেন
মটর
সাইকেল
যোগে
বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মটর সাইকেলের নিয়ন্ত্রন হারালে গাছের সাথে
ধাক্কা
লেগে
এনায়েত
গুরুতর আহত
হন। পরে
সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা
করেন।
ধারনা
করা
হচ্ছে
গাড়ি
চালানো
অবস্থায় হয়তো
হার্ট
অথবা
ব্রেইন
স্ট্রোক করে
গাড়ির
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের
সাথে
ধাক্কা
লেগে
এ
মর্মান্তিক ঘটনা
ঘটেছে।
একটি মন্তব্য পোস্ট করুন