বাগমারায় সাংবাদিকদের সাথে এমপি ইন্জিঃ এনামুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

বাগমারায় সাংবাদিকদের সাথে এমপি ইন্জিঃ এনামুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগমারা (রাজশাহী) : রাজশাহীর বাগমারায় কর্মরত সাংবাদিকদের সাথে রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এই মতবিনিময় সভা করেন তিনি।

এ সময় ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকরা সাহসী ভূমিকা পালন করে থাকে। সাংবাদিকরা এলাকার আয়না। তাদের চোখে যে বিষয়গুলো ধরাপড়ে তা সবার চোখে ধরাপড়ে না। সমাজের যে কোন অসংগতি, উন্নয়ন, আগামীর চিন্তাধারা সবাই প্রকাশ পায় সাংবাদিকের লেখনির মাধ্যে দিয়ে। একটি এলাকা তথা বিশ্বের সামগ্রীক উন্নয়নে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রয়েছে।

সাংবাদিকরাও তাদের জায়গা থেকে দেশের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে থাকে। সেই সাথে বাগমারা কর্মরত সাংবাদিকদের সত্য, সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ বা পরিবেশনের আহ্বান জানান তিনি। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তাই অকারনে কেউ যেন হয়রানীর শিকার না হয় সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। মতবিনিময় শেষে সাংবাদিকদের উন্নত মানের শীতবস্ত্র প্রদান করেন এমপি এনামুল হক। মতবিনিময়ের শুরুতে বাগমারা প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি এনামুল হককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাগমারা প্রেসক্লাবের 

সভাপতি আলতাফ হোসেন মন্ডল, সাবেক সাধারন সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স, সাংবাদিক আবু বাক্কার সুজন।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন. বাগমারা প্রেসক্লাবের সহ-সভাপতি সামসুজ্জোহা মামুন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার, আফাজ্জল হোসেন, সহ-সম্পাদক নাজিম হাসান, দপ্তর সম্পাদক আকবর আলী, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, মমিনুল হক সবুজ, জিল্লুর রহমান দুখু, নুরকুতুবুল আলম, শামীম রেজা, ফারুক আহমেদ,রতন কুমার ও সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget