সালমান ফার্সী, (সজল) নওগাঁ : নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় বিস্তৃর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ। সরিষার এই ফলনে কৃষকের চোখেমুখে আনন্দের আভা ফুটে উঠেছে। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হবে। অন্যান্য ফসলের তুলনায় সরিষার উৎপাদন খরচ কম হওয়ায় এবং গত কয়েক বছর ধরে বাজারে সরিষার ভালো দাম থাকায় চাষিরা দিন দিন সরিষা চাষের দিকে ঝুঁকছেন।
চলতি মৌসুমে নওগাঁ জেলায় ৩১ হাজার ২৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। ৪৪ হাজার ৬৯০ টন সরিষা আবাদের প্রত্যাশা করছে কৃষি বিভাগ। চলতি বছর জেলায় বারী সরিষা-৯, বারী সরিষা-১৪, বারী সরিষা-১৫, রাবী সরিষা-১৬, বারী সরিষা-১৭, বিনা সরিষা-৪, বিনা সরিষা-৯ এবং সম্পদ জাতের সরিষার আবাদ করেছেন কৃষক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সামসুল ওয়াদুদ জানিয়েছেন, নওগাঁ জেলার ভূ-প্রকৃতি অনুযায়ী সরিষা আবাদের অধিক উপযোগিতা রয়েছে। কৃষক মূল্য বেশি পাওয়ায় ক্রমেই সরিষা চাষে অধিক আগ্রহী হয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন