সালমান ফার্সী, (সজল) নওগাঁ : নওগাঁর রাণীনগরে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে সংসদ সদস্য ও অপরাজিতাদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্য এবং অপরাজিতাদের সাথে সংলাপের সক্ষমতা বৃদ্ধির লক্ষে অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের পক্ষে খান ফাউন্ডেশন শুক্রবার (১৮ ডিসেম্বর) এ সংলাপের আয়োজন করে। উপজেলা বাসস্ট্যান্ডে স্থানীয় সাংসদের ব্যক্তিগত কার্যালয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। উপজেলার ৮টি ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্যসহ ৪০জন নারীনেত্রী এ সংলাপে অংশগ্রহণ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফরিদা বেগম, খান ফাউন্ডেশনের প্রতিনিধি মাসুদুর রহমা, নুরুজ্জামান বুলবুল প্রমূখ। সংলাপে অংশগ্রহণকারী নারী নেত্রীরা সাংসদের নিকট বিভিন্ন দাবী উত্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কাজকরার ক্ষেত্রে কোন প্রকার বাঁধার সম্মুখিন হলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। আমি আপনাদের পাশে থাকবো তবে আপনাদের সৎ থাকতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের বার্তা ও বিনামূল্যে পাওয়া বিভিন্ন সুযোগ-সুবিধার কথাগুলো সমাজে পিছিয়ে পড়া মানুষদের দ্বারে দ্বারে গিয়ে পৌছে দিতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন