সালমান ফার্সী, (সজল)নওগাঁ : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে নওগাঁয় প্রদীপ প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় নওগাঁ সদরের দৌগাছী গ্রামে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হারুন অর রশীদ।
অনান্যের মধ্যে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন আবু হানিফ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অল রশীদ প্রমূখ। এসময় মুক্তিযোদ্ধা ও স্থানীয় গনম্যান ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ২৮ এপ্রিল পাক হানাদার বাহিনী ৬৮ জন নিরহ মানুষকে হত্যা করে এ গ্রামে গনকবর দেন।
একটি মন্তব্য পোস্ট করুন