সালমান ফার্সী, নওগাঁ : ২০১৭ সালে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ৯৯৯ সার্ভিসের উদ্বোধন করেন। তখন থেকে সারা বাংলাদেশে এই সার্ভিস চালু হয়েছে। ৯৯৯ এর সেবা মানুষের কাছে জনপ্রিয় ও সহজলভ্য করতে চায় সরকার বলে মন্তব্য করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। তিনি বলেন পুলিশি সেবার জন্য মানুষকে হয়রানির শিকার হতে না হয়। মানুষ যেন ফোন করেই পুলিশি এই সার্ভিসটা খুব দ্রুত পেয়ে যায় এটাই এই সার্ভিসের মূল লক্ষ্যে।
তিনি রবিবার (০৬ ডিসেম্বর) দুপূরে নওগাঁয় পুলিশ লাইন্সে একটি এ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাসের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা কলেন। এ সময় নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার ও চিশতীসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন