রিপোর্ট : ইমাম বিমান, ঝালকাঠি : ঝালকাঠিতে
শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। শনিবার (১৪ ডিসেম্বর) এ উপলক্ষে জেলা
প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন
কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে জেলা প্রশাসক মোঃ জোহর আলী সভাপতিত্বে আয়োজিত
অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
মুক্তিযুদ্ধের
স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা শহীদ ইমাম ও মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের
যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন কর্মকার ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান;
সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু এবং শিক্ষার্থী বুশরা হক ও
হাবিব বিন আজিজ দোহা আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে
অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন ও
পরে তাদের বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনায় দোয়া
মোনাজাত করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফরিদ উদ্দিনসহ সরকারি
কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক,
সাংবাদিক, শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে,
জেলা শিশু একাডেমী শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কালেক্টরেট স্কুলে
শিশুদের রচনা, কবিতা আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করে।
একটি মন্তব্য পোস্ট করুন