রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদের চালান সহ এক যুবককে আটক করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত যুবকের নাম কাউসার মিয়া (২৯),সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মাহারাম গ্রামের মৃত ফজর আলীর ছেলে।’
বিজিবি সুত্রে জানাগেছে,বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫ টা ৩০ মিনিটের সময় লাউরগড় বিওপির (হাবিলদার) মোহাম্মদ হোসেনের নেতৃত্বে,সীমান্তের নিয়মিত একটি টহল দল গোপন সংবাদের মাধ্যমে,বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী তীর থেকে ১০ বোতল ভারতীয় মদ সহ ওই যুবককে আটক করা হয়।’
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র অধিনায়ক লে-কর্নেল মোঃ মাকসুদুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাহিরপুর থানায় সোর্পদ করার কার্যক্রম চলমান রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন