যশোরে ২০ পিস স্বর্ণের বার সহ এক পাচারকারী আটক

 

যশোরে ২০ পিস স্বর্ণের  বার সহ এক পাচারকারী আটক

মোঃ  রাসেল ইসলাম,যশোর : যশোর কোতয়ালী থানাধীন পৌর পার্কের সামনে থেকে ২০পিস স্বর্ণের বার সহ মোঃ ইমাদুল হোসেন (২৪) নামে এক পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবি সদস্যরা। আটককৃত সোনা পাচারকারী ইমাদুল হোসেন বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামের আসলাম হোসেনের ছেলে।

সোমবার (২১ ডিসেম্বর) সকালের দিকে ২০পিস স্বর্ণের বার সহ তাকে আটক করা হয়।উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক সিজার মুল্য ১ কোটি ৬৩ লাখ টাকা। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নেরর অধিনায়ক লেঃ  কর্ণেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একটি চক্র যশোর শহরের পৌর পার্কের সামনের রাস্তা দিয়ে স্বর্ণের চালান নিয়ে বেনাপোল সীমান্তে যাওয়ার চেষ্টা করছে। এ খবর পাওয়ার পর বিজিবি সদস্যরা ভোর সাড়ে ৬ টার দিকে অভিযান চালিয়ে রাস্তা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেন। এ সময় তার শরীর তল্লাশি করে ৫টি প্যাকেটে মোট ২০টি স্বর্ণেরবার উদ্ধার করেন। 

তিনি আরো জানান,আটক ব্যক্তি র্দীর্ঘদিন ধরে চোরচালানের সাথে জড়িত বলে স্বীকার করেছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে যশোরের কোতয়ালী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget