নওগাঁয় দুটি ট্রাকের ড্রাইভার হেলপারদের মধ্যে সাইড দেওয়াকে কেন্দ্র করে মারামারিতে আহত ০২
আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁ সদর উপজেলার কাঠালতলী নেসকো অফিসের গেইট এর সামনে দুপুর সাড়ে ১২ ঘটিকায় দুটি ট্রাকের চালক হেলপারদের মধ্যে সাইড দেওয়াকে কেন্দ্র করে ট্রাক চালক মোঃ মিলন হোসেন(২৩), হেলপার মোঃ হাবিবুর রহমান (২০), কে লাঠিসোটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে আহত করা হয়েছে।
জানাগেছে আহত ড্রাইভার হেলপার ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চরকুম্বাহ গ্রামের আব্দুস সালাম এর পুত্র ট্রাক চালক মোঃ মিলন হোসেন ও একই জেলা উপজেলার পাইকরা গ্রামের বাবুল হোসেন এর পুত্র হেলপার মোঃ হাবিবুর রহমান
প্রত্যক্ষদর্শীরা জানান অপর স্থানীয় ট্রাক চালক/হেলপারসহ ১০/১২ জন মিলে লাঠিসোটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে আহত করেছেন।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
এদের মধ্যে হেলপার হাবিবুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য আহত ব্যক্তিরা ঢাকা হতে (৪/৫) টি ট্রাকে বিদ্যুতের পোল নিয়ে কাঠালতলী নেসকো অফিসে প্রবেশ করার সময় উল্লেখিত ঘটনা ঘটে বলে জানা যায়।
একটি মন্তব্য পোস্ট করুন