সালমান ফার্সী (সজল), নওগাঁ :নওগাঁয় ফরেস্টার আলইয়াদুল বারীর বদলী আদেশ স্থগিতের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। নওগাঁ জেলা ও সদর উপজেলা নার্সারী মালিক সমিতি ও সামাজিক বনায়নের উপকারভোগী সদস্য কর্তৃক বুধবার (০২ ডিসেম্বর) সকালে শহরের সমবায় চত্বরের সামনে বৃক্ষ বাজার এ সকাল ১১টা হতে দুপুর ১২টা পযর্ন্ত ঘন্টা ব্যাপি মানববন্ধনে নওগাঁ জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি মোস্তাক আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ জেলা নার্সারী মালিক সমিতির উপদেষ্টা বৃক্ষ প্রেমী মাহমুদুন নবী বেলাল, বৃক্ষ প্রেমী ডাঃ এমদাদুল হক, জেলা নার্সারী মালিক সাবেক সভপতি হেলাল হোসেন, নওগাঁ সদর উপজেলা নার্সারী মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। বক্তরা অভিলম্বে সামাজিক বন বিভাগ রাজশাহী হতে ২২/১১/২০২০ তারিখে নওগাঁ এস,এফএটিসির অতিরিক্ত দাযীত্ব হতে সাপাহারে বদলী আদেশ স্থগিতের জোর দাবি জানান এবং শেষে প্রায় ৫শতাধিক গাছের চারা উপস্থিত বৃক্ষ প্রেমীদের মাঝে বিতরণ করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন