নওগাঁয় কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার কর্তৃক ৫শ দরিদ্র পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরন
সালমান ফার্সী, (সজল) নওগাঁ : নওগাঁয় সৌদি আরবের একটি সংগঠন ৫শ পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করেছে। বৃহষ্পতিবার ( ৩১ ডিসেম্বর) দুপুরে স্থানীয় কে.ডি. উচ্চ বিদ্যালয়ের “এ টিম” মাঠে এসব ত্রান সামগ্রী বিতরন করা হয়। সারাদেশে রোহিঙ্গা শরনার্থীসহ বাংলাদেশের দুঃস্থ ৩০ হাজার পরিবারের মধ্যে সহযোগিতার অংশ হিসেবে নওগাঁয় এই ৫শ পরিবারকে সহযোগিতা প্রদান করা হয়।
স্থানিয় আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় সৌদি আরব ভিত্তিক কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে এসব ত্রান সামগ্রী বিতরন করা হয়। ত্রানি সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০কেজি চাল, ৭কেজি ডাল, ৩কেজি চিনি, ২কেজি তেল, ১কেজি লবন এবং ২কেজি করে আটা।
ত্রান বিতরন অনুষ্ঠানে প্রাইম গ্রুপের চেয়ারম্যান মুফতি রাশেদ ইলিয়াস এবং আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন নওগাঁ’র চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন বিন জমির উদ্দিনসহ সৌদি আরব থেকে কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের ৪ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সালমান ফার্সী, (সজল)
একটি মন্তব্য পোস্ট করুন