সালমান ফার্সী, (সজল) নওগাঁ : নওগাঁর রাণীনগরে দু:স্থ্যদের মাঝে বিতরণের জন্য ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর সাড়ে ৫ শ’ কেজি ভিজিডির চাল উদ্ধার করা হয়েছে। বুধবারে( ২৯ ডিসেম্বর) উপজেলার ঘোষগ্রাম বাজারে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম।
রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম বলেন, বুধবার সকাল থেকে গোনা ইউনিয়নে দু:স্থ্যদের মাঝে ভিজিডির চাল বিতরণ চলছিল। এ সময় ভবানীপুর গ্রামের মৃত ফাজিল প্রামানিকের ছেলে হামিদুল ইসলাম ও হামিদুলের ছেলে মকলেছুর রহমান ঘোষগ্রাম বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর এসব চাল ক্রয় করে ঘরে মজুদ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘোষগ্রাম বাজারে অভিযান চালিয়ে হামিদুলের গুদাম ঘর থেকে সাড়ে ৫ শ’ কেজি চাল উদ্ধার করা হয়। তবে প্রসাশনের লোকজনের উপস্থিতি টের পেয়ে হামিদুল ও তার ছেলে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন