রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে মদের চালান সহ এক বয়ো বৃদ্ধাকে আটক করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।আটককৃত বয়ো বৃদ্ধের নাম বাচ্চু মিয়া (৫৯) সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোকসেদপুর গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে।
বিজিবি সুত্রে জানাগেছে,লাউরগড় বিওপি’র নায়েক সুবেদার মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে গোপন সংবাদের মাধ্যমে নিয়িমিত একটি টহল দল,শনিবার (৭ নভেম্বর) রাত ৭টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ১২০৬/৬-এস এর নিকট আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোনাইপাড় এলাকা হতে ১৬ বোতল ভারতীয় মদসহ ওই কারবারীকে আটক করা হয়।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত অধিনায়ক) মো: মেসবাহ উদ্দীন রাসেল জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন